You are currently viewing POEM

POEM

এ মনের আকাশে
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ

কখনো কখনো এ মনের আকাশে
গুরু গুরু ডাকে মেঘ
দু-চার পশলা বৃষ্টি আসে নেমে
আকাশ জুড়ে আঘাতের বেগ।
বাতাস এসে শান্তনা দেয়
এদিকে ওদিকে দোলায়
থামলে বৃষ্টি সিক্ত হয় মন
কী জানি কেন এতো রে ভাবায়।
প্রাণ পাখি বোনে বাসা
মনে নিয়ে শত আশা
কোথা থেকে আসে ঝড়
ভেঙে দেয় ভালোবাসা।

S.H.jpeg

SIDDHESWAR HATUI

Leave a Reply