সুখ তারে দেয় ধরা
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ
জীবন থেকে চলে যায়
একটি একটি করে দিন।
বয়সটা যায় দ্রুত বেড়ে
একটু হিসেব কষে নিন।
দিন যত যায় জীবন থেকে
পরমায়ু হায় কমে তত,
সময় থাকতে কর প্রভুর নাম
আর জরুরি কাজ আছে যত।
বয়স বাড়লেই বাড়ে না তো জ্ঞান
করতে হয়গো তারে অর্জন ,
মনে আছে যত অসৎ বু্দ্ধি
করতে হয় সকল বর্জন ।
মরণ কবে কেউ জানে না
লাগে না তাতে বয়স,
কে কবে কীভাবে যে যাবে চলে
এ দেহ হবে অবশ ।
বিধির বিধান কে খণ্ডাবে
কার আছে বলো শক্তি,
সৎ কাজের মূল্য আছে তাই
জীবনে পায় তারা শুভ মুক্তি।
মন্দ কাজের জটিল পরিণাম
যেও না সেকথা কভু ভুলে
তোমার সৃষ্টিরা ধরায় রইবে পড়ে
শুধু তুমিই যাবে চলে।
কেন যে সকলে বোঝে না
এই ধ্রুব সত্য কথা,
যে জন বোঝে না তার জীবনে
সে পায় হাজারো ব্যথা।
সময় থাকতে নাও সঠিক সিদ্ধান্ত
পরে হবে না আর করা,
যে জন সঠিক সময়ে করে সঠিক কাজ
জীবনে সুখ তারে দেয় ধরা ।
SIDDHESWAR HATUI