আজ পঁচিশে বৈশাখ
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ
আজও পঁচিশে বৈশাখ সকলের হৃদয়ে গাঁথা রয়েছে
তোমার আগমনে সেদিন ধন্য হয়েছিল ধরিত্রী মাতা
যুগ যুগ ধরে তোমার করুণা ধারায় মানুষ পূর্ণতা পেয়েছে
কত পাষাণ কারা দিয়েছো তুমি ভেঙে …. হে মুক্তি দাতা ।
তোমার গানের সুরে জেগে ওঠে প্রাণ আকুল হয় মন
তুমি অশনিসংকেত কে উড়িয়ে… দিয়েছো শান্তির খবর,
রবি তোমার আলো দিয়ে ঘুচালে সমাজের কত গাঢ় অন্ধকার
তুমি বিশ্ব কবি কবিগুরু রবীন্দ্রনাথ …প্রণাম চরণে তোমার।
কত ফুল দিয়ে গেঁথেছি আমি মালা পরাবো বলে তোমার গলে
হে কবিগুরু…. তোমার কৃপা একটুখানি আমি পাবো বলে,
তুমিই তো দেখিয়েছো কীভাবে ভয়কে করতে হয় জয়
শিখিয়েছো শত ব্যথা সয়ে জীবন… কেমনে এগিয়ে চলে।
তোমার দেখানো পথে যেন আমি …জীবন কাটাতে পারি,
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে তুমি আছো জড়ায়ে
জানি তুমি রবে নীরবে ওপারে কোন কথা না বলে…হে কবি
তাই কবিগুরু তোমার চরণ ধোয়াই…. আমার অশ্রু দিয়ে।
SIDDHESWAR HATUI