কবিতা
আমার চোখে অভিমানী বৃষ্টি
-সাহেব মান্না
(পশ্চিম মেদিনীপুর,পশ্চিমবঙ্গ,ভারত)
সেই কবে ধরণীতে বৃষ্টি নামে!
ভুলে গেছি আমরা তারে।
এখন যদি সেই বৃষ্টি আসে,
শান্তিতে মন-প্রাণ ভরে।
বৃষ্টি কেন আসে না ?
অভিমান করেছি বুঝি ?
আমরা আজও অপেক্ষা করি
ভাবি বৃষ্টি আসবে বুঝি।
যে তীক্ষ্ণ সূর্যের তাপ
ধরণীকে শোষণ প্রতিটি মূহুর্তে,
বৃষ্টিই পারে শক্ত হাতে,
তারে জব্দ করে।
যদি কখনো বৃষ্টির দেখা পাই-
দীর্ঘ সময় ধরে,
বৃষ্টির জলে ভিজে তৃপ্তি পাই।
আজ সেই বৃষ্টি কোথায়?
না জানি কার জন্য ?
এত অভিমান!!
যদি কখনো জানতে পারি –
অভিমান ভাঙ্গাতে
তার সঙ্গ না ছাড়ি।
ধরণীর এই অকাল অনাসৃষ্টিতে
নতুন কিছু সৃষ্টি করে,
পারিস তো বাঁচাতে।
কত বৃক্ষ! কত জলাশয়!
জল ছাড়া শুকনো,
কত পাখির কন্ঠে জলের পিপাসা!
কত কৃষক চাষের জমিতে গিয়ে;
নিরুপায় অসহায়,
হাহাকার করে কান্না,
ফিরে আসে শূণ্য হৃদয়ে,নিরাশ হয়ে।
না জানি আর কত শুকনো হবে!
এই ধরণীর অঙ্গ -প্রতঙ্গ।
এত অভিমানে চলে গেলি!
তোরে ছাড়া এই ধরণী,
কেমনে কাটায় দিন-রাত!
ওরে বৃষ্টি ফিরে আয়,
তরে ছাড়া অচল অসাড়।
সুন্দর মুখখানা ফিরিয়ে নিস না,
সব অভিমান ভুলে
ফিরে আয় ধরণীর বুকে।
Saheb Manna