মন খারাপের দিনে
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ
মন খারাপের কত যে লগন
এসেছে আমার মনের দুয়ারে
রাশি রাশি কষ্টেরা বেঁধেছে বাসা
দুঃখ দিয়ে আমার বুকের মাঝারে।
মনে হয় জীবনে যারা কষ্ট সইতে পারে
অসুখ তাদের বারংবার ঘিরে ধরে
তবু হাজার যন্ত্রণা পেয়েও মানুষ
একদিন ঠিক গভীর কষ্টকে জয় করে।
যার যখন সময় খারাপ চলে তখন মানুষ
বিধির নিকট মাথা কুড়ে কুড়ে মরে,
কঠিন কিছু সময় আসে যখন
মানুষের হাতের রাশটা বিধি নেয় হরণ করে।
চোখের জলে দিনগুলো যায় ভেসে
ধৈর্যের বাঁধ যায় জোয়ারে ভেঙে,
অসহায় প্রাণ শুধুই কেঁদে কেঁদে মরে
কেন যে বিধাতা এমন করে মানুষের সঙ্গে ?
SIDDHESWAR HATUI