আমায় আপন কর
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ
হে প্রভু…. দুঃখ দাও…… আরো…আরো
পরিপূর্ণ করে দাও আমার এ মানব জনম,
দুঃখ ছাড়া যায় না পাওয়া পরম সে সুখ
আমি যে শুধু তাই দেখি দুঃখের স্বপন।
জীবনে অভাব যদি না থাকে মোর
বুঝবো কেমনে লাখো অভাবী বুকের জ্বালা,
হে প্রভু দুঃখ-অভাব দাও আমাকে ঢেলে
ভালোবাসায় ভরাবো তোমার পূজোর থালা।
জীবনে যারা পেয়েছে দুঃখ, করেছে কষ্ট
শিখেছে তারা জীবনের পথ চলার মানে,
অভাব যাদের দেয় না দেখা, চাইলেই পায় হাতে
কী ভাবে কী গড়তে হয় তারা কী আর জানে !
দুঃখ ভরা জীবন শেখায় মাথা তুলে বাঁচতে
মানুষের মতো মানুষ হয়ে তাদের ভালোবাসতে,
অধিক সুখ নয় তো ভালো, থাকে না তাতে ভরসা
তাইতো প্রভু আমি চাই দুঃখের ভেলায় ভাসতে।
দুঃখের নদীতে ভেসে ভেসে এলাম মোহানায়
যে সমুদ্র থেকে এসেছিলাম যাবো চলে সেই ঠিকানায়।
হয়তো সেদিন আমার কোন থাকবে না দুঃখ আর
সুখের সাগরে ডুব দেবো আমি, দুঃখ নেই সেথায়।
হে….প্রভু আমায় দুঃখ দাও….দুঃখ দাও
যে টুকু আছে সুখ তাও ….কেড়ে নাও ।
আমাকে জাগ্রত করে দাও, ….ব্যথা দাও,
প্রভু আমায় শুধু মানুষের ভালোবাসা এনে দাও।
হে প্রভু…. আমায় দুঃখ দাও,… আরো…আরো
দুঃখের শেষে যেন তুমি আমায় আপন কর।
SIDDHESWAR HATUI