sidu
sidu

POEM

ঘরে বসে থাকিস না
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ

নয়নে অনল জ্বলে
ক্রোধে পুড়ে মন
যন্ত্রণা শরীর জুড়ে
কাটছে এ জীবন ।
পারি না সইতে জ্বালা
বোবা মুখের কান্না,
ব্যথায় কেন বাঁচে জীবন
সুখে থাকার বাহানা।

আর কত কাল এভাবে থাকবি
ধুঁকে ধুঁকে তোরা মরবি,
জ্বালিয়ে দে মনের আগুন
পুড়লেই পথ দেখবি ।
কত আছে গুপ্ত স্বজন
দেখবি তারাও সাথে,
জুলুমবাজদের এবার তোরা
বুঝিয়ে দে একসাথে।
এগিয়ে আয় রে….. আয় রে যৌবন
তোরা হাল ছাড়িস না,
সকলে আছে তোদের আশায়
ঘরে বসে থাকিস না।

sidu

SIDDHESWAR HATUI

Leave a Reply