মাহে রমজান
আনারুল ইসলাম প্রামাণিক
ভাগ্যে ফলে বছর ঘুরে
আবার রমজান এলো
রোজা রেখে ঈমান বাড়ে
সত্যে পথের চলো।
রাখলে রোজা বাড়বে নেকি
মরলে পরে তবে,
সকল পাপের বিনাশ ঘটে
স্বয়ং সাথে রবে।
কোরান নাজিল রমজানেতে
রবের দেওয়া দানি,
তাইতো মোরা কোরান পাকের
জীবন দিয়ে মানি।
শক্ত ঈমান গড়তে হলে
সালাদ কায়েম করি,
তারে মাঝে শান্তি মেলে
কোরান হাতে পড়ি।
নাজাত পেতে হলে তবে
চাই যে নামাজ রোজা,
সকল পাপের বিনাশ ঘটে
বিধান আছে সোজা।
Anarul islam Pramanik