PHATO jkEyYuMIO9cb
PHATO jkEyYuMIO9cb

POEM

ছলনা
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া

বিড়াল বসে ঝোপের আড়ালে
শান্ত ভাবে তাকায় ,
মূষিকের দল আসবে কখন
ঐ নির্জন রাস্তায় ।
সকাল থেকে পথ পানে চেয়ে
বিড়াল পেল না মূষিক দর্শন,
পেটে ভয়ংকর খিদে নিয়ে
মনে মনে করে শুধু গর্জন ।
এমন সময় দুই মূষিক ছানা
সামনে এল বলে,
ছোঁ মেরে বিড়াল ধরল একটি
একটি গেল চলে ।
বিড়াল পেল মাংসের স্বাদ
অল্পেতে হল না কিছু,
আবার বেড়াল পড়ল বসে
লেজকে করে নিচু।
আঁধার ঘনিয়ে সন্ধ্যে এল
মুষিক ছানারা ফিরল না তখনো বাড়ি,
পিতা মূষিক আর মাতা মূষিক পড়ল বেরিয়ে
ছানাদের খুঁজতে তাড়াতাড়ি ।
খুঁজতে খুঁজতে তারাও পৌঁছাল সেই
বিড়ালের সম্মুখে,
বিড়াল তখন বুদ্ধি করে একটি মূষিক ধরল মুখে
আর একটি পায়ের নখে ।
আনন্দে বিড়াল ভরাল পেট
সেদিন গেল চলে,
পরের দিন আবার করবে ছলনা
একটু খিদে পেলে ।

PHATO jkEyYuMIO9cb

SIDDHESWAR HATUI

Leave a Reply