ss hh
ss hh

POEM

আর কতকাল
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/ পশ্চিমবঙ্গ

আর কতকাল চলবে মানব হানাহানি করে
কেন বলো ভাইয়ের হাতে ভাইয়ের রক্ত ঝরে ?
আর কত দিন চলতে দেবে বলো এই খেলা
কত কাল সইতে হবে অসহ্য এই জ্বালা ।
দেশে দেশে কত নারী অসহায় হয়ে মরে,
দেখো পৃথিবী কেমন কাঁপছে অসহনীয় জ্বরে।
কেউ কেউ অপরাধী হয় অন্যের লাভে-লোভে
মনের মধ্যে অধিক লালসা নিষ্পাপ রক্ত চুষে খাবে ?
নিজেদের স্বার্থ দেখে অপরকে যারা বিপথে দেয় ঠেলে
তারাই তো আসলে দেশে-বিদেশে বিদ্বেষের আগুন জ্বালে।
যারা নিজেদের আড়ালে রেখে কার্য সিদ্ধি করে
অন্যের হাতে অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে কত শত প্রাণ কাড়ে।
এদের কখনো করো না ক্ষমা, দিও না একটুও আশকারা
ভাইয়ের মৃত্যু ভাইয়ের হাতে, কত মা হয় সন্তান হারা।
একদিন এরা পড়বেই ধরা, মানুষ সাজাবে ওদের চিতা
যেদিন আসবে ঝড় উড়ে যাবে আছে যত অসাধু ক্ষমতা।

রইবে না ঐ শরীরের বল
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/ পশ্চিমবঙ্গ

তুমি তো দিয়েছো সুখ
তুমিই দিয়েছো অসুখ
তোমারই ভালোবাসা
বাড়ায় মোদের আশা,
বোঝে না অনেকে তোমায়
তুমি যে আছো এই ধরায়।
তোমার হাতেই জন্ম-মৃত্যু
মারা গেলে তুমিই শত্রু,
বিধি তোমার বড় সংসার
সেখানে দম্ভের নেই অধিকার।
জ্ঞান নেই যার করে অবিচার
তুমি করে দাও তাদের বিচার।
তোমার হাতেই মুক্তির ভার
কখন কারে করে দাও পার।
যেমন কর্ম তেমন ফল
সেদিন রইবে না ঐ শরীরের বল।

ss hh

SIDDHESWAR HATUI

Leave a Reply