কিছু স্নিগ্ধ হাসিতে থাকে, প্রতিটা প্রিয় মানুষের আকৃষ্টতা!
আবার কিছু মায়ায় থাকে আক্ষেপ অপেক্ষা!!
বাস্তবিক জীবনে কেউ সুন্দর প্রিয় মানুষের বিলাসিতায় মগ্ন,
কেউ বা প্রিয় মানুষকে খুঁজে নেওয়ায় মগ্ন।
প্রত্যেকটি ছেলে মেয়ে এভাবেই কাটাচ্ছে তার দিনদিসা।
পাওয়া না পাওয়াতেই
খুঁজে পায়, মানুষ সুখ দুঃখ।…..
Ariyan abir kabbo