আলো আঁধারে ঘোরে সাদা ছায়া
বারিদ বরন গুপ্ত (পূর্ব বর্ধমান)
রাতের আঁধারে অপ্সরা হাসি
ভালো লাগে ভালোবাসি
পশুদের দাপাদাপি
শিকার কাড়াকাড়ি
বেঁচে আছে রঙিন দুনিয়া
কেবল আলো আঁধারে ঘোরে সাদা ছায়া !
জঙ্গলের রণক্ষেত্র দেখি
লুকিয়ে রেখেছি চাবিকাঠি
হিংসা থেকে হিংসা
আঘাত থেকে সংঘাত
একটার পর একটা
জন্ম দিয়ে চলেছে স্বার্থপর সমাজ
বেঁচে আছে রঙিন দুনিয়া
কেবল আলো আঁধারে ঘোরে সাদা ছায়া!
জ্বলছে সমাজ
জ্বালিয়ে গুমোট হাওয়া
বাতাস কটু গন্ধ মাখে
আকাশ দমবাধা কালো ধোঁয়া!
এইতো বেশ আছি
দিব্যি বেঁচে আছি
হিংসা লাঠালাঠি গুঁতোগুঁতি—-
এলিটের তোলাবাজি
আর দখলদারি রঙিন দুনিয়া
কেবল আলো আঁধারে ঘোরে সাদা ছায়া!
Barid Baran Gupta