inbound747076653274908764
inbound747076653274908764

Poetry

রক্তপিন্ডের বিবেকহীন দুনিয়া

বারিদ বরন গুপ্ত

আজকে সবার ঘুম ভেঙেছে
রাজপথ জেগে উঠেছে !
প্রতিবাদের ভাষা গুলো আঁধার পেরিয়ে
খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে
চলছে চুলচেরা বিশ্লেষণ
হিংসা দলাদলি ভাগাভাগি লুটপাট
স্বর্গ না নরকবাস !

একসময় দম ফুরিয়ে যাবে
এক এক করে ক্লান্তি ছড়াবে
রাজপথ ধীরে ধীরে আধার ছোঁবে
প্রতিবাদের ভাষা গুলো পথ লুকাবে!

তারপর নেড়ি কুত্তার কীর্তন
অষ্টপ্রহর গান !
শুধু শুনবে
দেখবে
জানবে
কিছু বলবেনা!
সমাজ সংসার
প্রতিনিয়ত হিংসার বুদবুদ
আটকায় সাধ্যিকার?
চোখেতে সবাই মানুষ
রক্তপিণ্ডের বিবেকহীন দুনিয়া!

inbound747076653274908764

Barid Baran Gupta

Leave a Reply