inbound4127437607627572435
inbound4127437607627572435

Poetry

একলা আকাশ আছে স্বপ্ন দেখে

বারিদ বরন গুপ্ত

গোটা পৃথিবীটা ঘুমের দেশে
একলা আকাশ বিধ্বংসী ইতিহাস
কংসের কারাগারে বসে
সারা সারা রাত আঁধারের বিছানায় স্বপ্ন দেখে !

চাঁদ সূর্য তারা
কংসের কারাগারে হারিয়ে গেছে কবে ?
আজ সারা সারা রাত
আঁধারে খেলা করে তার সাথে‌ !

দূরন্ত পৃথিবীর নিরন্ন মিছিল
রাজপথ শুধু ছেয়ে গেছে
আঁধারের বিছানায় বসে
একলা আকাশ আজও স্বপ্ন দেখে !

কত কথা বলে
সারা
বুঝিনা তার ভাষা

inbound4127437607627572435

Barid Baran Gupta

Leave a Reply