inbound4155309118032681195 0
inbound4155309118032681195 0

Poetry

পাষণ্ড হৃদয় শুধু মুনাফা চায়

বারিদ বরন গুপ্ত (পূর্ব বর্ধমান)

ছায়াঘেরা প্রকৃতির কোলে
রৌদ্র ছায়ায় মাখামাখি,
পিয়াল পলাশ বাবলার সাড়ি
মাতাল হাওয়ায় লুটোপুটি,
তারি বুক চিরে সাগরের পাড়ে
স্রোতস্বিনী চলেছে আকিবাকি!

অতীতের স্মৃতি তলে
খড়ি নিজেকে আজ গেছে ভুলে
বারে বারে ফুটে ওঠে বিবর্ন রুপ খানি
পাষন্ড হৃদয় শুধু মুনাফা চায়
বিষে জ্বালায় হৃদয় খানি!

একাকী রয়েছি পড়ে
সহস্র ব্যাথা সয়ে
কেউ আজ ফিরে না তাকায়
নীরবধি বয়ে বেড়ায় শুকনো বাতাস!

প্রকৃতি হাসতে গেছে ভুলে
ভুকা পেট উদাস নয়নে দাঁড়িয়ে
বারে বারে ফুটে ওঠে
ক্লান্ত বিষন্ন হৃদয়খানি !

inbound4033313803080138642 1 inbound4155309118032681195 0

Barid Baran Gupta

Leave a Reply