inbound2253977624727286298
inbound2253977624727286298

Poetry

উলঙ্গ আকাশ লজ্জায় মুখটাকে

বারিদ বরন গুপ্ত (পূর্ব বর্ধমান)

আজ পৃথিবীর দুর্দিন
উলঙ্গ আকাশ লজ্জায় মুখ ঢাকে!
শূন্য আকাশটাকে হারিয়ে
একটার পর একটা
কোটি কোটি নক্ষত্ররাজি
আঁধার জড়িয়ে ধরে
নিঃশব্দে নীরবে
একাকী দাঁড়িয়ে কাঁদে!

ইতিহাস সব হারিয়ে
আপন-মনে বকে চলে,
উদ্ভ্রান্ত হৃদয়ে
পাতাগুলো ছিড়ে ফেলে,
সবকিছু হারিয়ে, একাকী দাঁড়িয়ে
শুধু কেঁদে কেঁদে লিখে চলে সভ্যতার নতুন ইতিহাস!

inbound2253977624727286298

Barid Baran Gupta

Leave a Reply