inbound1381076311823515429
inbound1381076311823515429

Poetry

মানুষ-ই তো, মানুষ তখন

বারিদ বরন গুপ্ত

পৃথিবীর নদীগুলো হয়তো একদিন শুকিয়ে যাবে
তবুও জল দেবে !
পৃথিবীর গাছগুলোও একদিন শুকিয়ে যাবে
তবুও হয়তো ফল দেবে !
পৃথিবীর বাতাসগুলো একদিন হারিয়ে যাবে
তবুও হয়তোবা বাঁচবে সভ্যতা‌!
পৃথিবীর মানুষগুলো ও একদিন হারিয়ে যাবে !
কে জানে তবুও বাঁচবে হয়তো মানুষ নামে!

প্রাণহীন পৃথিবী রোবট দুনিয়া বুকে জড়িয়ে
ইট কাঠ পাথরে মুড়িয়ে নেবে
মান হুশ হারিয়ে তবুও বাঁচবে,
তবুও বাঁচবে মানুষ নামে !
কে জানে ?
মানুষ-ই তো !
মানুষ যখন!

inbound1381076311823515429

Barid Baran Gupta

Leave a Reply