inbound7392346929212067813
inbound7392346929212067813

Poetry

পৃথিবীর শেষ বাসটা ধরতে গেলাম
এক ঝটকায় ছিটকে দিলো
মজাটা গেল গুড়িয়ে
শয্যাশায়ী বিছানায়
কাতর চিৎকার,
মাঝে মাঝে ভেসে আসে
পাষণ্ডের কোরাস
ছলনার অভিনয়!

স্বার্থের নেশায় দিনরাত চরকির পাক
উড়ছে মানুষ !
উড়ছে ফানুস !
সবাই হাঁ করে শূন্য আকাশটাকে গিলছে
সবাই দেখছে
তবুও দেখছে না
সবাই শুনছে
তবুও শুনছে না
হানাহানির টানাটানি চিৎকার
চড়চড় করে বাড়ছে পারা
তীব্র শীতে ঝরছে দরদর
পৃথিবীটা একটা সবুজ ঘর !

মাঝে মাঝে লাশ কাটা ঘর থেকে
তীব্র চিৎকার-
বাঁচাও বাঁচাও —-
তারপর সব নিভে গেল
মনে হয় শেষ বাসটা চলে গেল!

#পৃথিবীর শেষ বাসটাও চলে গেল #
বারিদ বরন গুপ্ত পূর্ব বর্ধমান

inbound7392346929212067813

Barid Baran Gupta

Leave a Reply