inbound3002643007636307369
inbound3002643007636307369

Poetry

দুর্ভিক্ষের মিছিল
রাজপথ শুনসান
শুধু একটা শিশু
মায়ের কোলে
ক্ষুদার্থ নয়ন কাকে যেন খুঁজছে
হাজার কৈফিয়ত বাঁচার দাবি
অশ্রু নয়নে সে ভাসছে–
‘অজস্র অট্রালিকা আধুনিক সভ্যতা
লাখ লাখ ঋণের বোঝা কেন তার কাঁধে?
ভুখা পেট কেন অপরের বোঝা বয়ে‌ মরবে?’

একটা মিছিল হাজার দাবি নিয়ে রাজপথ দিয়ে চলে গেল রাজকীয় সুরে,
আবার হয়তো একটা আসছে;
উদাসী দুনিয়ার শার্সিতে মাথা খুরে মরে
কেবল ঘুরপাক খায় আলো আঁধারে!
ছোট্ট শিশু ভুখা পেটে শুধাই বারে বারে
থেমে থেমে কান্নার সুরে
তাদের মিছিল টা আর কত দূরে?
জবাব চায় !
লাখ লাখ ঋণের বোঝা
কেন সে বইবে?

#”ভুখা পেট শুধায় বারে বারে#

বারিদ বরন গুপ্ত পূর্ব বর্ধমান

inbound3002643007636307369

Barid Baran Gupta

Leave a Reply