তারাগুলো নিভিয়ে দাও
বারিদ বরন গুপ্ত পূর্ব বর্ধমান
আঁধারের বিছানায় শুয়ে আমি স্বপ্ন দেখবো
তারাগুলো নিভিয়ে দাও!
আঁধারের আলোগুলো
আমি গিলে খাব,
আমার আঁধার ভালো!
অসহ্য লাগে
তারা গুলো !
বাতিগুলো নিভিয়ে দাও
আঁধারের বিছানায় স্বপ্ন দেখুক দুনিয়া
ঘেউ ঘেউ করে যত আপদ!
আধার রাত,!
নিশ্চিন্ত নিরাপদ
পথ খুঁজে মরুক আর্তনাদ
ঘুম ছুটে যাক বিভীষিকায়
হন্যে হয়ে খুঁজে বেড়াক কালো বিড়াল!
আঁধারের বিছানায় আমি স্বপ্ন দেখবো
তারাগুলো নিভিয়ে দিয়ে!
Barid Baran Gupta