আমি বুদ্ধিজীবী
বারিদ বরন গুপ্ত
বুদ্ধি দিয়ে পেট ভরাই
তাই আমি বুদ্ধিজীবী!
চোখ আছে দেখি
কান আছে শুনি!
হোক না একটু এদিক ওদিক
জাতে মাতাল তালে তো ঠিক!
প্রতিবাদের ভাষা গুলোও জানি
থাকনা ঝোলায়!
বেশ আছি রাজনীতির ছত্রছায়ায়!
পেটে কিল বসিয়ে বুদ্ধিজীবী?
বাজার বুঝি !
বুঝলে খোকা
তুমি ও বোকা!
সারাদিন শুধু বাজার গরম!
রাখো তোমার ভোতা কলম
বুদ্ধিজীবী ! বুদ্ধিজীবী!
গুলি মারি প্রতিবাদী
মোটা টাকার চাবিকাঠি!
ঠিকানাটা নেবে নাকি ?
Barid Baran Gupta