স্বপ্নগুলো শুধু স্বপ্ন দেখে মরে
বারিদ বরন গুপ্ত (পূর্ব বর্ধমান)
বছর আসে ঘুরে ফিরে
প্রকৃতির তালে তালে
ধূসর স্মৃতিগুলো মাখি
যতদূর চোখ যায়
দৃষ্টি হারায় দিগন্ত রেখায়
নিস্পলক দৃষ্টি
শুধু চেয়ে চেয়ে বাঁচি!
বছরের পর বছর আসে
ছন্দহীন দিগন্ত ভাসে
শুধু একটার পর একটা
আসেনা নতুন ভোর,
ছায়া ছায়া আঁধারের বিছানায় শুয়ে
স্বপ্নগুলো শুধু স্বপ্ন দেখে মরে!
Barid Baran Gupta