এখন আমার দিকে কেউ তাকায় না
আমি অথর্ব ক্ষয়িষ্ণু প্রাণ
পঞ্চম বাহিনীর জান!
একদিন ছিল বিষ্ণু জনার্দন
আজ ছেড়ে চলে গেছে!
কয়েকটা চড়ুই উদাস নয়নে তাকায়
কয়েকটা চামচিকে সারা সন্ধ্যাটা কাটায়
গভীর রাতে গল্প জোরে একটা দলহারা পেঁচা
বৃদ্ধ বয়সে এরাই একমাত্র ভরসা!
একদিন ছিল
কত আয়োজন
শাঁখ কাঁসর ঘন্টা প্রদীপ
সব অতীত!
এখন জ্বলেনা একটাও ধূপ !
আমি বৃদ্ধ অথর্ব ক্ষয়িষ্ণু এক পিতা!
মহাকালের সাক্ষী হতে অতীতের ছেড়া পাতা
অন্তর নিঃশ্বাস প্রবাহিত আকাশ বাতাস
কান পেতে শোনো দীর্ঘশ্বাস —-
ইতিহাস কত কথা বলে
নিরবে নিস্তব্ধে জাল বোনে
শুধু লিখে নিও!!
# অতীতের ছায়া তলে #
বারিদ বরন গুপ্ত (পূর্ব বর্ধমান)
Barid Baran Gupta