মুখোশের আড়ালে ঠান্ডা লড়াই
বারিদ বরন গুপ্ত (পূর্ব বর্ধমান)
পৃথিবীতে আজ আতঙ্কের রেখা!
ভরেছে আকাশ ধোঁয়া ধোঁয়া কুয়াশা,
আশা নিরাশার ডানা মেলে ভেসে বেড়াই
রাতদিন দিন-রাত শুধু চেনা-অচেনায়!
থামবে কোথায়? অজানা ইশারায়,
নিরুত্তর পৃথিবীর অসহায়তা!
বিদীর্ণ হৃদয় জুড়ে প্রতিক্ষণে
ধ্বনিত রাগিনী চঞ্চলতায়,
আকাশ -বাতাস শুধু ভেসে বেড়ায়
মন্বন্তরের নীরব হাহাকার!
চেনা পৃথিবী আজ ছন্দ্ হীনতায়
অচেনায় ভেসে বেড়ায় পৃথিবীর হৃদয়
বিভ্রান্ত আজ উদভ্রান্তের দোলে!
দুলছে হৃদয় মোর দোদুল্যমানতায়
অসহায়তা খুঁজে ফেরে অপলক দৃষ্টি!
বিশ্বসৃষ্টির অনাবিল বৃষ্টি
মরুভূমির কোলে এক ফালি মেঘ ভেসে চলে
সবাই এক নিঃশ্বাসে ছুটে চলে
তৃঞ্চার্ত চাতকের চিৎকারে
পৃথিবীর ঘুম ভাঙে
লড়াই শুধু লড়াই
মুখোশের আড়ালে ঠান্ডা লড়াই!
Barid Baran Gupta