ঘোর দুর্দিন পৃথিবীর!
বারিদ বরন গুপ্ত (পূর্ব বর্ধমান)
ঘোর দুর্দিন পৃথিবীর
থেকে থেকে হৃদয়টা কাঁপছে,
আতঙ্কের উল্লাসে পেন্ডুলামের সুরে
ধ্বংসের দিন গুনছে!
কেউ জানে না!
জানাতেও চায়না,
স্বার্থের আলোকে আলোকিত পৃথিবী
মুখ ঢাকে আঁধারের বিছানায়
নীরব হাহাকার ছোটে
দিগন্ত ভারী হয়ে ওঠে
একবিংশ শতাব্দীর কান্নায়!
এক এক করে সব চলে গেছে,
শূন্য আসন টা শুধু পড়ে আছে,
এই নিয়ে গর্ব উল্লাস চিরকাল
হয়তো চলবে আরও কিছুদিন!
তারপর দেখবে একদিন—-
ওটাও নেই আর,
হয়তো উড়ে গেছে
কোন মরুভূমির পরে
দিনরাত ছুটিয়ে মারে উড়ো খামসীন
ওখানেই বেধো বাসা চিরদিন
তৃষাতুর চাতকের নীরব চিৎকারে!
Barid Baran Gupta