উত্তর আধুনিক সমাজের কাছে
বারিদ বরন গুপ্ত
উত্তর আধুনিক সমাজ
তুমি যন্ত্র দানব!
ভেঙেছো মানব শৃঙ্খল
গড়েছো বিচ্ছিন্ন দ্বীপ পৃথিবী জুড়ে
তারই পড়ে দুনিয়া পেতেছে বিছানা গড়বে একাকী দুনিয়া
সৃষ্টি সুখের উল্লাসে!
উত্তর আধুনিক সমাজ
তুমি ভেঙেছ সাম্রাজ্য
শান্তি সংহতি সুস্থিতি দিকে দিকে তাই আজ লেগেছে যুদ্ধ
কঠিন লালসার অভিশাপে!
উত্তর আধুনিক সমাজ
তুমি ভেঙেছো বিশ্বাস
স্বার্থের নাগরদোলায়,
ঊর্ধ্বশ্বাসে ছুটেছে মানুষ
অমানুষের পাঠশালায়!
উত্তর আধুনিক সমাজ
তুমি আঁধারের আলো!
তুমি জোনাকির ঝিকিমিকি
লেনদেনের মাপকাঠি,
কৃত্রিম সম্পর্কের জালে
তুমি আমি সবাই
বেশ আছি একাকী
আপন সুখের আলোয়ে!!
Barid Baran Gupta