জীবন চলেছে চুপিচুপি
বারিদ বরন গুপ্ত (পূর্ব বর্ধমান)
জীবনের অলিগলি পথ বেয়ে
এসে গেছি এক অজানা শহরে,
জীবন চলেছে চুপি চুপি
লুকোচুরি আলোয় মাখামাখি!
অন্ধ আবেগে নেচে নেচে চলে
হৃদয়হীন আবর্জনা রাশি রাশি,
আধুনিক সভ্যতার হৃদয়
চলেছে জীবনের কাছাকাছি!
হাসি কান্না দুঃখ বেদনা
মাপি তালে তালে,
বেশ আছে জীবন আঁধার শহরে
জোড়া তালি সম্পর্কের জালে!
Barid Baran Gupta