আগামী পৃথিবীর কাছে
কলমে’ বারিদ বরন গুপ্ত (পূর্ব বর্ধমান)
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
জীবন এখন অনিশ্চিত এক যাত্রী,
সামনে-পিছনে ডাইনে-বাঁয়ে
চারিদিকে ঘিরেই শত্রু।
এক জায়গায় দাঁড়িয়ে থাকার ঝক্কি,
এগুতে হবে আঁধার ঘন রাত্রি!
ভয় পেলে চলবে নাকো আর,
এগুনো ছাড়া পথ কি বলো আজ!
আগামী দিন হয়তো আমার কাছে
ধেয়ে আসা দূরন্ত বৈশাখী ।
প্রতিযোগিতায় মোড়া শীরীরটাকে,
এগিয়ে যাব আগামীদিনের প্রাতে;
বন্ধু আমার সহযোগিতার হাত
থামবে নাকো দিন কিংবা রাত!
আমি একটা ভালো মানুষ খোঁজে,
পৌঁছে যাব অচেনা এক দেশে
জীবন যেথায় রৌদ্রছায়ায় মেশে
ভালোবাসার রক্তিম সূর্য ওঠে!
জীবনটা আমার অর্ধেক মরে গেছে,
প্রশ্ন আজ আগামী পৃথিবীর কাছে
আতঙ্ক আর আশা-নিরাশার দোলে
তবুও বাঁচার রাস্তা খুঁজতে হবে।
Barid Baran Gupta