নীলচে শরীর নিয়ে পথ চলা
বারিদ বরন গুপ্ত (পূর্ব বর্ধমান)
ছদ্দবেশী প্রাণধন
জগতের আপনজন !
প্রতিনিয়ত ছোবল
নিরন্তর শুধু জ্বালা
নীলচে শরীর নিয়ে পথ চলা!
জ্বালায় শুধু জ্বালায়
মৌমাছির মত দলে দলে উড়ে আসে
নিরবে হুল ফোটায়
পাশে বসে, ভালোবাসে
মাঝে মাঝে মধু দেয়
জীবন অভাতি বেলা
অন্ধ আবেগে আঁধারে পথ চলা!
উড়ে আসে ভালোবাসে
এক মুখ হাসি রাখে
ছোবল মেরে শুধু পালায়
জ্বালায় শুধুই জ্বালায়,
নিরন্তর শুধু জ্বালা !
নীলচে শরীর নিয়ে পথ চলা!
Barid Baran Gupta