পৃথিবীর ইতিহাস কিন্তু কম দিনের নয়
অনেকটা পথ সে পেরিয়ে এসেছে
এখনো অনেকটাই বাকি!
চাঁদ সূর্য তারা সবই ছিল
ছিল গাছপালা কত সব প্রাণী
পৃথিবীর হৃদয় জুড়িয়ে বাসা বেধে ছিল
বাড়ালো সভ্য সমাজের লোভ
এক এক করে সব বিদায় নিল!
সভ্য সমাজ আজ কাঁদছে
গরমে হাঁসফাঁস,
বৃষ্টিতে নাভিশ্বাস !
পালা দিয়ে শীত গ্ৰীষ্ম আসে
দিন মাস বছর ঘুরে ফিরে আসে
বাঁচে মানুষ দীর্ঘ নিঃশ্বাসে
শুধু ইতিহাস নীরবে শোনে
আর লিখে যায় আপন মনে!!
#ঘুম ভাঙে বিমর্ষ সভ্যতার #
বারিদ বরন গুপ্ত
Barid Baran Gupta