যখন চারিদিক আঁধার কারে
বারিদ বরন গুপ্ত
যখন চারিদিকে আঁধার কারে
ঠান্ডা বালিশে মাথা রেখে
পৃথিবীটা ঘুমিয়ে পড়ে নিস্তব্ধে !
সারাদিনের ক্লান্তি
হাজার বোঝার পাহাড়
একটু একটু করে সরে যায়;
জীবনের কত বেচা কেনা
কখনো হিসেব মেলেনা
পাতাগুলো শুধুই ভরে যায়!
চাওয়া পাওয়ার অংকটা যত বড় হয়
পৃথিবীটা তত দৌড়ায়
শেষ নেই শেষ নেই সোনার হরিণ শুধু উঁকি মেরে যায়!
ঘুম শুধু ঘুম
নিস্তব্ধ পাহারায়
পৃথিবীটা বারে বারে জাগায়!
Barid Baran Gupta