You are currently viewing Poetry

Poetry

!! অবাক পৃথিবী !!
বারিদ বরন গুপ্ত পূর্ব বর্ধমান

অবাক পৃথিবী স্তব্ধ আজি
জীবানুর প্রতিঘাতে ।
থমকে গিয়াছে জীবন ধারা এক
অদ্ভূত অনিচ্ছিতে ।
দম্ভ – দর্ভ হয়েছে চূর্ন সভ্যতারে
করে বিপন্ন ।
সৃষ্টি আজ গিয়েছে থামিয়া জীবানুর
ছত্র ছায়ে ।

ফিরিবে কবে চেনা ছন্দ
ঘুরেফিরে মনে অন্ত দন্দ্ব ।
পৃথিবীর সুর পৃথিবীর গান
কবে যে শুরু হবে ?
অবাক পৃথিবী ভাবে
শুধুই ভাবে
আশাবাদী কবি তাই চেয়ে
বুক বাধে ।
_ বারিদ বরন গুপ্ত
পূর্ব বর্ধমান 👍👍👍

inbound312820208112571605.jpg

Barid Baran Gupta

Leave a Reply