আঁধারে জড়িয়ে আছে মৃত্যুর ছায়া
বারিদ বরন গুপ্ত (পূর্ব বর্ধমান)
যে দিকেই তাকাই
গোটা পৃথিবীটা যেন আমায় খেতে আসে,
পালিয়ে বেড়ায়,
ছুটিয়ে মারে আঁধার ছায়া!
অন্ধকার খুপড়িতে বসে
দিনরাত শুনি কীর্ত্তন,
অসহায় আর্তনাদ হাহাকার
পালে পালে, দলে দলে
কে কোথায় যায় ?
হিসেব নেই, শুধু চাই চাই চাই !
তাড়িয়ে বেড়ায়
শুধু ছুটিয়ে মারে দুনিয়া
চারিদিকে আঁধারে ছুটে দুর্ভিক্ষের মিছিল
পালাবার পথ নেই
আঁধারে জড়িয়ে আছে মৃত্যুর ছায়া!!
Barid Baran Gupta