“আমি অন্ধ হয়ে দেখি”
#কলমে:বারিদ বরন গুপ্ত(পূর্ব বর্ধমান)
হিংসার আগুনের লেলিহান শিখা
জ্বালিয়েছে উলঙ্গ সভ্যতা,
এসে পড়েছে মোর চোখে;
আমি অন্ধ হয়ে দেখি!
একি? এরা কারা?কি দেখি সামনে!
নীতির আগুনে পোড়ে নীতিঞ্জান
পাড়াপড়শি আপনজন,
ভুলে যায় ছদ্মবেশী শয়তান!
চারিদিকে দেখি লুন্ঠিত দুনিয়া
ওত পেতে আছে বসে,
সারি সারি শুকুন গুলো
আজ কিসের আবেশে?
চারিদিকে দেখি দাঙ্গা হিংসা ক্রোধ,
উলঙ্গ সভ্যতার নগ্ন প্রতিশোধ,
কিসের তরে জ্বলছে সমাজ
গিলছে হিংসার পরিবেশ?
হিংস্র পশুর ভাগাড় ভাগাভাগি
ঝাঁপিয়ে করছে কাড়াকাড়ি,
ফিরে চলো জঙ্গলে!
খুলে ফেলো আধুনিকতার নামাবলী।
আমি উলঙ্গ!
আমি নির্যাতিত!
আমি সর্বহারা শোষিত দুনিয়া!
একবিংশের দুয়ারে আমি অন্ধ হয়ে দেখি!
Barid Baran Gupta