হাসি গুলো সব চুরি হয়ে গেছে
হাজার নালিশ পৃথিবীর কাছে
নিঃস্ব দুনিয়ায়,
শুধু হাসি বেচে খায়!
হায়রে ! সবাই বিধাতার দ্বারে
শুকনো মুখ ভেসে ওঠে বারে বারে
কঠিন নিঃশ্বাসে প্রান জেগে ওঠে
ঘুম ভাঙ্গে হাজার চিৎকারে
তাই নিয়ে বাঁচে পৃথিবী!
যেদিকে তাকাই শুধু হাহাকার
লড়াই শুধু লড়াই,
মাঠ খাট লাট যেদিকে তাকাই
চাবুকে ছোটে রোবট দুনিয়া
চিৎকার শুধুই চাই
দিনরাত হাসি বেঁচে খাই।
#দিন রাত হাসি বেচে্ খাই#
বারিদ বরন গুপ্ত (পূর্ব বর্ধমান)
Barid Baran Gupta