জীবন যন্ত্রণায় মৃত্যুহীন কবি
বারিদ বরন গুপ্ত (পূর্ব বর্ধমান)
কবিদের মরতে নেই,
মৃত্যু নেই !
জীবন যন্ত্রণায় মৃত্যুহীন কবি,
বেঁচে থাকে বুকের পাঁজর ক্ষয়ে!
তিলে তিলে মৃত্যুর কোলে ঢলে পড়ে জীবন,
বোঝেনা সমাজ রাখে না খোঁজ কোন কালে,
কত নিস্তব্ধ রাত ক্ষয়ে গেছে
বুকের পাঁজরের লোহার খাঁচা
পঞ্জীভূত বেদনা গাঁথা
বিন্দু বিন্দু সিন্ধু জমেছে
কাব্য অশ্রু জলে!
তাই নিয়ে বাঁচে কবি
বেদনা অশ্রু জলে,
রেখে গেছে ঠিকানা হাজার তারার তলে
যুগে যুগে তাই নিয়ে ব্যবসা চলে
বেঁচে থাকে কবি বুকের পাঁজর ক্ষয়ে!
Barid Baran Gupta