চোখের জলে নেচে ওঠে পৃথিবীটা
বারিদ বরন গুপ্ত (পূর্ব বর্ধমান)
চাবুক ছোটে পৃথিবীর বুকে
পৃথিবীটা নেচে ওঠে নৃত্যের তালে তালে
এই নিয়েই বাঁচি
আমরা সবাই নাচি!
আমরা নাচতে ভালোবাসি
নাচতে নাচতে কেঁদে ফেলি
আবার উঠি, আবার নাচি
নাচতে আমরা ভালোবাসি!
কোথা থেকে আসে এত শক্তি?
নাচতে নাচতে পা ভেঙে যায়
কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে যায়,
পৃথিবীতে দুর্দিন নেমে আসে
ছুটে চলে চাবুক
দুর্ভিক্ষ হাহাকার নীরব চিৎকার
এক সময় সব থেমে যায়,
চোখের জলে নেচে ওঠে পৃথিবীটা !
Barid Baran Gupta