তোমাকে আমি দেখেছিলেম
#কলমে :বারিদ বরন গুপ্ত(মন্তেশ্বর, পূর্ব বর্ধমান)
তোমাকে আমি দেখেছিলেম
সেই অস্থিরতার দিনে,
যখন পৃথিবী জ্বলছিল
ঘোর অশান্তির আগুনে।
তোমাকে আমি দেখেছিলাম সেদিন
দেশ ধুঁকছে ব্রিটিশের কারাগারে,
বাঁচার তরে ছট্ফট্ অবিরাম,
তুমিই জুগিয়েছিলে মরনপন সংগ্ৰাম।
তোমাকে আমি দেখেছিলেম
বিশ্বযুদ্ধের আলোয়
তুমি থামিয়েছিলে ফ্যাসিবাদী উড়ান,
রুখে ছিলে উপনিবেশিক আগ্রাসন।
তোমাকে আমি দেখেছিলেম
ছেচল্লিশের দোরে,
যখন হিংসার আগুনে জ্বলছিল দেশ
ব্রিটিশের লুকানো আগুনে!
অবাক চোখে তুমি দেখেছিলে সব
খুঁছেছিলে জীবনের সন্ধান
লেলিহান শিখার ভেতর থেকেই
এনেছিলে মানবত্ত্বের বন্ধন!
Barid Baran Gupta