পৃথিবীটা স্বপ্নে বেঁচেছিল
বারিদ বরন গুপ্ত (পূর্ব বর্ধমান)
পৃথিবীটা স্বপ্ন দেখেছিল
আকাশ বাতাস পাহাড় পর্বত
নদ-নদী সাগর বিস্তীর্ণ মরু প্রান্তর
সবাই! সবাই স্বপ্ন দেখেছিল একদিন!
স্বপ্ন দেখেই বেঁচে ছিল সভ্যতা,
আজো উঁকি মারে হরপ্পা ইউফ্রেটিস ট্রাইগ্ৰস
মিশর মালি মায়া মেসোপটেমিয়া
স্বপ্নগুলো আজও স্বপ্ন দেখায়!
আজও স্বপ্ন দেখায়, স্বপ্ন বেচে
নবযুগের রূপকার, সভ্যতার কারিগর!
দূরে !কাছে দূরে !সবাই শুধু ছুটে মরে
স্বপ্নের ব্যাবসা চলে হাটে -বাজারে
খেত -খামার ,জনপথ -ফুটপাত ,
স্বপ্ন কেঁদে কেঁদে মরে !
চোখের জল কেড়ে নেয় হাজার সাহারা
শুধু মরুভূমি গড়ে পৃথিবীর পরে
রাষ্ট্র আইন বিচার নীরবে ঘুমায় ঠান্ডা ঘরে!
স্বপ্নের দোলায় ভেসে ছিল পৃথিবীর ইতিহাস
সভ্যতা উঠেছিল ধরে ধরে
রুশো প্লেটো আরিষ্টটল
সবাই স্বপ্ন দেখেছিল,
পৃথিবী হেসেছিল!
কোথায় গেল? কোথায় গেল?
স্বপ্নগুলো শুধু স্বপ্ন দেখেই মরলো ।
Barid Baran Gupta