সৃষ্টির আনন্দ মিছিলে ঠিকানা হারায়
বারিদ বরন গুপ্ত
সৃষ্টির সেই প্রাতে
একাকী দুয়ারে বসে
নির্জন নিস্তব্ধে সৃষ্টির ধানে মেতেছিল পৃথিবী
হাজার হাজার বছর ধ্যান ভাঙেনি তাঁর
আজও নির্জন ধ্যানে
আপন মনে ভাঙছে গড়ছে
ধ্বংসলীলার মাঝেও বেঁচে আছে
নব নব সৃষ্টির আনন্দ মিছিল!
যুগে যুগে আজও সৃষ্টি স্থিতি লয়,
আপন সুরে কত খেলা চলে নিস্তব্ধ নগরীর বুকে
ধ্বংস যেথায় সৃষ্টির আনন্দে মাতে দিনরাত
কেউ খোঁজ রাখেনি কোন কালে
চলো সৃষ্টির আনন্দে মিছিলে
একটু ঠিকানা হারাই!
Barid Baran Gupta