কৃষ্ণ সাগর তীরে একদিন
বারিদ বরন গুপ্ত (পূর্ব বর্ধমান )
কৃষ্ণ সাগর তীরে ছুটছে রনতরী
আকাশ বাতাস কাঁপে ভেড়ির গর্জন
প্রাণফাটা চিৎকার লুকিয়েছে কালো ধোঁয়া
কাটা মারা বুটে গুড়িয়ে গেছে হাজার স্বপ্ন
ধ্বংস শুধু ধ্বংস
গড়ি ধ্বংসের কারবার!
আজ মিশাইলের গর্জন
নিঃশ্বাসে বয়ে বারুদের গন্ধ
আর দমবাধা কালো ধোঁয়া
এক এক করে কেড়ে নিল
সদ্য পৃথিবী ছোঁয়া
হাজার ফুলের তোড়া!
একবিংশ শতাব্দী
তুমি আর কেঁদোনা !
কংক্রিট হৃদয় তোমার
হাজার তালায় মোড়া
কান্না রক্ত ঘাম মেপো না !
ভৈরবী বিন আর বাজিও না !
এসো সব ভুলে খেলা করি
সুখের সাম্রাজ্য গড়ি
চলো ফিরি হাজার বছর!!
Barid Baran Gupta