বিধাতার চিড়িয়াখানা ঘুরে
বারিদ বরন গুপ্ত (পূর্ব বর্ধমান)
বিধাতার ওই আজব চিড়িয়াখানা ঘুরে
পাঁচ পাকাতে হাঁপিয়ে মল্লাম
ছুটে এলাম পাঁচ মাথার ওই মোরে,
রংবেরঙের মানুষগুলো
উঁড়ে এসে পড়ল আমার ঘাড়ে!
জানটা ধরে বেঁচে আছি
হাত-পা গুলো গুড়িয়ে গেছো কবে
কি অদ্ভুত ! এই আজব জীব গুলো ।
এরাও মানুষ বলে সবে!
মানুষ ধরে
মানুষ মারে !
মানুষ ভাঙ্গে মানুষ গড়ে
আগুন জ্বালায় আগুন নেভায়
মানুষ অমানুষ একই তলায়
বিধাতার এই নাগরদোলায়
জগৎজুড়ে সেই একই খেলা !
হে অনাদি অতীত !
বুঝিনা তোমার লীলাখেলা
যুগ যুগ ধরে, আজও
তোমার চিড়িয়াখানা খোলা !
Barid Baran Gupta