সেই সকাল থেকে ক্ষুধার্ত হায়নার চোখে
বারিদ বরন গুপ্ত (পূর্ব বর্ধমান)
সেই সকাল থেকে
রাক্ষুসী পৃথিবীটা ক্ষুধার্ত হায়েনার চোখে
বীভৎস কঙ্কালসার!
দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমেছে
আতঙ্কের নিঃশ্বাসে আঁধার ছেয়েছে
বিশ্বগ্রাসী চাউনি !
দিন দিন প্রতিদিন নিত্য পথের যাত্রী,
আতঙ্ক জড়িয়ে উদাস নয়নে ঘুমহারা কাল রাত্রি!
মাঝে মাঝে ভয় ভয় হয়!
জানিনা আজ সে কি চায়?
আতঙ্কে মরি
আতঙ্কে বাঁচি
চারিদিকে ছোটাছুটি
বয়ে চলে অস্থির সময়;
পৃথিবীতে এত আলো
মনে হয় সবটাই আঁধার!
Barid Baran Gupta