#উলঙ্গ লুন্ঠন#
কলমে:: বারিদ বরন গুপ্ত
চারিদিকে দেখি যান্ত্রিক সভ্যতার দহন
ঊর্ধ্বশ্বাসী মাতাল ছন্দে দৌড়াচ্ছে জীবন!
অস্পষ্ট আলোয় ভেসে ওঠে চতুর্দিক,
কদর্য জীবন আর বেপরোয়া লুণ্ঠন!
কালনাগিনীর নিঃশ্বাস
মেতেছে আকাশ বাতাস
কি চায় আজ
সর্বনাশী শিখায় এ হীন পৃথিবী?
এগিয়ে আসছে হয়তো কোন মরুভূমি
যান্ত্রিক সভ্যতার দহন
ভালো লাগে না বাঁচতে
যন্ত্র দানবের দাপাদাপি
আর উলঙ্গ লুন্ঠন
তবুও ভালোবাসি
প্রায় মৃত্যুর কাছাকাছি!!
(বারিদ বরন গুপ্ত, মন্তেশ্বর ,পূর্ব বর্ধমান)
Barid Baran Gupta