শরীর আছে প্রাণ নেই
বারিদ বরন গুপ্ত (পূর্ব বর্ধমান)
রক্ত মাংসে প্রাণ নেই
জান্তব রোবট দুনিয়া
যন্ত্রদানব বাঁচে আজ কঠিন নিঃশ্বাসে
দম বাধা হৃদয় একাকী এক ধ্যানে
ছুটেছে ঊর্ধ্বশ্বাসে জনহীন প্রণহীন হৃদয়হীন
মরু সাহারার দেশে!
সময় নেই সময় নেই
শরীর আছে প্রাণ নেই
হারিয়েছে সুর কবে?
চেনা অজানায় মিলেমিশে আজ
ভৌরবী তান্ডবে!
দুনিয়াটা যাচ্ছেতাই !
সুর তাল ছন্দের বালাই নেই,
দুঃখ করে লাভ নেই কোকিল ভাই !
এসো বিষন্ন বসন্তে
এক সুরে পঞ্চম গাই!
Barid Baran Gupta