পৃথিবীর ইতিহাসে অর্ধেকটা কেটে গেছে
অযোগ্য শাসনে
বারিদ বরন গুপ্ত
পৃথিবীর ইতিহাসে অর্ধেকটা কেটে গেছে
অযোগ্য শাসনে
দল বল দম্ভ অহমিকা চাতুরি দর্শনে!
বিন তুঘলকদের হায়রানি কম সহ্য করেনি পৃথিবী
দিল্লি থেকে দৌলতাবাদ
দৌলতাবাদ থেকে দিল্লি
শুধুই ঘুরপাক!
হিংসা অহমিকা রাজনীতি কূটনীতি
কৌটিল্য অ্যারিস্টলের দর্শনে সব লেখা আছে
ইতিহাসের পাতায় আর কতটুকু এসেছে
অনাচার বিভীষিকা
আর রক্তের নেশা!
বাঁচার দিশা গুলো অন্ধকারে মরে
বদ্ধ পাগলের পাগলাগারে!
অশ্বমেধের ঘোড়া ছুটিয়ে মারে
ধ্বংসের ইতিহাস গড়ে!
হিংসার আগুনে জ্বলে গেল পৃথিবী
ঠাণ্ডা ঘরে!
ইতিহাসের হাজার পাতা ভরে আছে
হিংসা অহমিকা কূটনীতি
রক্তলোলুপ অযোগ্য নেকড়েদের শাসনে!!
Barid Baran Gupta