খুব বেশি কিছু চাইনি তোমার কাছে। শুধুই ভালোবাসতে চেয়েছি, তার বিনিময়ে ভালোবাসতেও বলিনি। শুধু চেয়েছিলাম অন্তত ভালোবাসতে বারণ না করো। এটুকুই তো!
একটু ভরসা করতে পারতে। মন খুলে অন্তত নিজের সব ব্যথা গুলো আমাকে বলতে পারতে। আমিতো পাশেই ছিলাম, থাকতে চেয়েছিলাম আজীবন ।তোমাকে দূর থেকে ভালোবাসতে আমি চাইনি। আমি চেয়েছিলাম জীবনের শেষ নিঃশ্বাস অব্দি তোমার ভরসার কাঁধ হয়ে বেঁচে থাকতে। একটুও কি ভরসা করা যেতো না। কিন্তু তুমি করতে পারলে না।
ফিরিয়ে দিলে নিজের কষ্ট গুলো লুকিয়ে রেখে। এভাবে কি বেঁচে থাকা যায়? এটাকে কি জীবন বলে? জীবনে কাউকে না কাউকে তো অন্তত ভরসা করবে, বিশ্বাস করবে ভালোবাসবে। সেই মানুষটা আমি হলে কি এমন বা ক্ষতি হতো? কিন্তু তুমি পারলে না।
আমি জানি না ঠিক কতটা ভালোবাসলে মানুষকে পাওয়া যায়। যদি জানতাম তবে হয়তো তোমাকেও আমার পাওয়া হতো। যদি জানতাম কি এমন দুঃখ তোমার যা আমায় বলা যায় না। তবে আমার চোখের জলে তোমার চোখের পলক পড়ার আগেই তোমার সব দুঃখ ধুয়ে মুছে দিতাম। কিন্তু তুমি বললে না।
আজ মন পোড়ে ভীষণ, জানি তোমারও এখন এমন। নিয়তি বলে, আমায় তো ফিরিয়ে দিলে কিন্তু বুঝলে না নিয়তিতে পৃথিবী চলে না। পৃথিবী চলে চেষ্টায় আর তার চলার ইচ্ছেতে।একবার যদি শুধু ভালোবাসি বলতে, তোমার এই ইচ্ছেটুকুই যথেষ্ট ছিলো।তাও তুমি পারলে না। বুকের ভিতর পাথর বেঁধে আমায় ফিরিয়ে দিলে!
একটা কথা কি জানো? তোমার ভালোবাসা পাওয়ার বদলে করুণা পেয়েছি এটা আমার দুঃখ নয়। দুঃখ একটাই তোমাকে আকাশসম ভালোবেসেও তোমার মনের কথা গুলো শোনার মত তেমন কাছের কেউ হতে পারিনি।
আমি কখনোই তোমার মনের কষ্ট কিংবা চোখের জল হতে চাইনি। চেয়েছিলাম তোমার কাজল চোখের মায়া হয়ে থাকতে। হয়ে থাকতে একজীবন তোমার ঠোঁটের হাসি। তাও আমি পারিনি। স্বপ্নগুলো চোখের জলে আড়াল করে শূন্য হাতে ফিরে এসেছি। তবুও কখনো চাইনি আমার কষ্টের কথা ভেবে তোমার কষ্ট লাগুক।
তোমায় ভালোবেসেছি, ভালোবেসে যাব একজীবন ।দূর থেকে তোমার চোখের আড়াল হয়ে তোমায় দেখে যাব বাকি জীবন। তবুও সব সময় চাইবো তোমার ভালো হোক । তুমি যেখানে থাকো ভালো থাকো এটাই প্রত্যাশা করি। পৃথিবীর সমস্ত সুখ তোমায় আলিঙ্গন করুক। সাদা মেঘ এসে উড়িয়ে নিয়ে যাক তোমার মনের লুকানো সব কষ্ট। তুমি হও পৃথিবীর সবচেয়ে সুখী এক নারী।
আমার একজীবনের ভালোবাসা তোমায় দিয়ে গেলাম। তবুও তুমি ভালো থেকো।
লেখা: রিয়াদ
Riyad