প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতির সঙ্গে আমার প্রেমটা ছোটবেলা থেকেই। মুখে যতই বিশ্ব নাগরিকতার কথা বলি না কেন, ভেতরে ভেতরে আমি খুবই আঞ্চলিক। এই জীবন আমাকে স্বস্তি, প্রাচুর্য, ধুলোবালিমুক্ত জীবন দিয়েছে বটে। দুদণ্ড সুখ দিতে পারেনি। দিনের ক্লান্তি শেষে গ্রামবাংলার ফেলে আসা প্রাকৃতিক সৌন্দর্যের কথা ভেবে শূন্যতায় বুক ভেঙে যায়। নীড়হারা পাখির মতো ছটফট করি, দূর আকাশের কানে কানে বলি, যে ছিল দৃষ্টির সীমানায়, যে ছিল হৃদয়ের আঙিনায়, সে হারালো কোথায় কোন দূর অজানায়। সেই চেনা গ্রামবাংলা কতদিন দেখিনি!
আমার দেশের মুক্ত আকাশ, পেছনে ফেলা আসা স্মৃতি, কাদামাটির মেঠো পথ আমায় তাড়িয়ে বেড়ায় প্রতিটি মুহূর্ত।
সাগরের সুনীল জলরাশি আর পরিকল্পিত বালুকাময় সমুদ্রসৈকত এই দেশকে দিয়েছে অপার প্রাকৃতিক সৌন্দর্য। উত্তাল সাগরের নোনাজল যখন আছড়ে পড়ে, ঝিরিঝিরি বাতাসে তৈরি হয় সফেদ ফেনা। যা রৌদ্রময় আলোর ঝলকানিতে মুক্তোর দানার মতোই চিকচিক করে। সে এক মাতাল করা দৃশ্য
@shahriar hossain
শাহরিয়ার হোসেন